Description
১৯২৪ সালের অগস্ট মাসে প্রকাশিত হয় ভাঙার গান। ১১ নভেম্বর ১৯২৪ নিষিদ্ধ করা হয় ভাঙার গান। ব্রিটিশ আমলে সেই বই আর প্রকাশিত হয়নি। এই গ্রন্থ প্রকাশের শতবর্ষে, নজরুল জন্মের ১২৫ বছর পেরিয়ে ব্ল্যাকলেটার্স থেকে প্রকাশিত হয়েছে ভাঙার গান, সটীক সংস্করণ। গ্রন্থভুক্ত হয়েছে কবির হস্তাক্ষর, ছবি, ফ্যাকসিমিলি, প্রসঙ্গকথা, উত্তরভাষ। উত্তরভাষ অংশটি লিখেছেন অর্ক দেব।




