অর্কর আড্ডায় চতুর্থ পর্বে অতিথি ছিলেন জয়রাজ ভট্টাচার্য। জয়রাজ নাট্যকর্মী। পরিচালনা, অভিনয় দু’টি কাজেই সমান দক্ষ। বাম রাজনীতির সঙ্গে আশৈশব জড়িত। হাতেগোনা ছবিতে অভিনয় করলেও তাঁর অভিনয়প্রতিভার জোরেই সেই সব চরিত্ররা মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাকেই ধর্ম বলে জেনেছেন জয়রাজ। মুখের কথায় নয়, ওঁর জীবনধর্মেও প্রতিফলিত। এই পডকাস্ট সেই জীবনেরই আয়নাদর্শন।
সেকু-মাকু’ ট্যাগ পেরিয়ে যে জীবন বাঁচেন জয়রাজ | Joyraj Bhattacharya’s Quest for Secularism | EP4