Podcast Video

রাজপথে মেয়েরা, বাংলাদেশ ধর্ষকমুক্ত হবে কবে? | Decode Bangladesh| Ep 9 |

রাজপথে মেয়েরা, বাংলাদেশ ধর্ষকমুক্ত হবে কবে? | Decode Bangladesh| Ep 9 |

বাংলাদেশের (Bangladesh)রাজপথ আবারও ফুঁসে উঠেছে! নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ (Rape) ও নির্যাতনের (Woman harrasment) বিরুদ্ধে দেশের মানুষ আজ এক কাতারে দাঁড়িয়েছে। মাত্র দুই মাসে নির্যাতিত ২৯৪ জন নারী, ধর্ষণের শিকার ৯৬ জন, যার মধ্যে ৪৪ জন শিশু! এই বিভীষিকাময় পরিসংখ্যান কি আমাদের বিবেককে নাড়া দিচ্ছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে দাবি তুলেছেন: ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই! বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করো! শাহবাগ, নীলক্ষেত, কাঁটাবনসহ ঢাকার (Dhaka) বিভিন্ন জায়গায় চলেছে এই বিক্ষোভের ঝড়।

ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসনের ব্যর্থতার জবাবদিহিতা, রাষ্ট্রীয় পর্যায়ে নারীর নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার দাবিতে আন্দোলন চলছে বটেত কিন্তু প্রশ্ন থেকে যায়—কবে থামবে এই নৃশংসতা? কবে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে? শুধু প্রতিবাদ করলেই কি পরিবর্তন আসবে, নাকি প্রয়োজন কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি? এই সকল প্রশ্নের উত্তর দিতে, জন্য শুরু হচ্ছে ডিকোড বাংলাদেশ (Decode Bangladesh)।এই অনুষ্ঠানে সাংবাদিক অর্ক দেব এবং অর্ক ভাদুড়ি কথা বলছেন বাংলাদেশের আজ কাল পরশু (History of Bangladesh) নিয়ে। কথা বলছেন সাম্প্রতিক ঘটনাবলীর বিভ্রান্তিকর প্রচার নিয়ে। এই উদ্যোগে শামিল হোন আপনিও। গুজব রুখে দিন, প্রিয়জনকে বাংলাদেশ বিষয়ে সঠিক তথ্য জানুন ও জানান।

Arka Deb

About Author

Arka Deb is presently the Editor-in-Chief at Inscript.me. In the past, Arka has worked as Senior Journalist at CNN Network 18, Asianet News and Anandabazar Patrika.