বাংলাদেশের (Bangladesh)ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (SheikhMujib)থেকে শেখ হাসিনার(SheikhHassina) নেতৃত্ব, স্বৈরাচার, গন অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকার (Interim Government)পর্যন্ত একটি দীর্ঘ রাজনৈতিক পথচলা। কিন্তু এই পথচলার সঙ্গে জড়িয়ে আছে নানা সংকট, ষড়যন্ত্র, রক্তপাত এবং রাজনৈতিক প্রতিশোধ। ১৯৭৫ সালের ভয়াবহ হত্যাকাণ্ডের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে বিভাজন, প্রতিহিংসা ও অস্থিরতা তৈরি হয়েছে, তার ক্ষত এখনো বহন করছে দেশটি। কীভাবে সেই রক্তাক্ত অধ্যায় বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে গভীর প্রভাব ফেলেছে? কেন আজও রাজনৈতিক প্রতিহিংসার আগুন জ্বলছে?
কী কারণে ইতিহাসের সেই ক্ষত (Trauma) এখনও পুরোপুরি মুছে যায়নি? কেন আজও ভীত বাংলাদেশের নতুন প্রজন্ম থেকে সব শ্রেণীর মানুষ? এই সকল প্রশ্নের উত্তর দিতে, জন্য শুরু হচ্ছে ডিকোড বাংলাদেশের (Decode Bangladesh) নতুন পর্ব।.এই অনুষ্ঠানে সাংবাদিক অর্ক দেব এবং অর্ক ভাদুড়ি কথা বলছেন বাংলাদেশের আজ কাল পরশু (History of Bangladesh) নিয়ে। কথা বলছেন সাম্প্রতিক ঘটনাবলীর বিভ্রান্তিকর প্রচার নিয়ে। এই উদ্যোগে শামিল হোন আপনিও। গুজব রুখে দিন, প্রিয়জনকে বাংলাদেশ বিষয়ে সঠিক তথ্য জানুন ও জানান।