বাংলাদেশে (BANGLADESH) নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য মিছিল, শরিয়ৎ আইন কার্যকরের দাবি, ইউনূসের (Muhhamad Yunus) আমলে পড়শি দেশ কি মৌলবাদ রুখতে ব্যর্থ ? বাংলাদেশে ইসলামি শাসন কায়েম করতে মরিয়া হিজবুত তাহরীর (Hizb-ut-Tahrir) ? কেন বাংলাদেশে হাসিনা (Sheikh Hassina) সরকারের পতনের পর থেকে নিষিদ্ধ সংগঠনগুলি নতুন করে মাথা তুলছে ? আন্তর্জাতিক মদতেই কি এই বাড়বাড়ন্ত ? প্রশাসনের সক্রিয়তায় গ্রেপ্তার হলেও কোন সাহসে এই প্রকাশ্য মিছিলের চেষ্টা ? পরিস্থিতির সুযোগ নিতেই কি এই সক্রিয় অবস্থান ?
এই সকল প্রশ্নের উত্তর দিতে, জন্য শুরু হচ্ছে ডিকোড বাংলাদেশের (Decode Bangladesh) নতুন পর্ব।.এই অনুষ্ঠানে সাংবাদিক অর্ক দেব এবং অর্ক ভাদুড়ি কথা বলছেন বাংলাদেশের আজ কাল পরশু (History of Bangladesh) নিয়ে। কথা বলছেন সাম্প্রতিক ঘটনাবলীর বিভ্রান্তিকর প্রচার নিয়ে। এই উদ্যোগে শামিল হোন আপনিও। গুজব রুখে দিন, প্রিয়জনকে বাংলাদেশ বিষয়ে সঠিক তথ্য জানুন ও জানান।