২২ বছর বয়সে মার্কিন যুদ্ধবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন বাংলার মেয়ে বৃন্দা দাস। থিয়েটারের জন্য লণ্ডন যাত্রা তাঁর। লক্ষ্য ছিল থিয়েটার অভিনেত্রী হওয়ার। সেখান থেকে কী ভাবে ভারতবর্ষে বাম আন্দোলনের মহিলা মুখ হয়ে উঠলেন এই বঙ্গকন্যা?
উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে বৃন্দা বিমানকর্মী হিসেবে তখন কাজ করছেন লণ্ডনে। সেখানেই ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনে যোগ দেন। আর মনে মনে ঠিক করেন, নিজভূমে ফিরে বামপন্থী সংগঠন সিপিএমে যোগ দেবেন। বাবার আপত্তি সত্ত্বেও দেশে ফিরে সিপিএমে যোগ দেন তিনি। এরপর একের পর এক লড়াই। কংগ্রেস ও নকশালদের আক্রমণের মধ্যেই কাজ করা। জরুরি অবস্থা থেকে মোদী জমানা — কী বদল এসেছে ভারতবর্ষে! কেন বামপন্থীদের থেকে মুখ ফেরাচ্ছে মানুষ? শুনুন বৃন্দা কারাটের মুখে। বিমানকর্মী বৃন্দা দাস থেকে বামনেত্রী বৃন্দা কারাট হয়ে ওঠার গল্প উঠে এসেছে Calcutta Dialogues-এর এই পডকাস্টে।