বাঙালিকে জুড়েছেন বিশ্ব দাবা মানচিত্রে। বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার তিনি৷ ভারতের দ্বিতীয়। ক্যালকাটা ডায়লগের এই এপিসোডে অর্কর মুখোমুখি সেই কিংবদন্তি দিব্যেন্দু বড়ুয়া। শোনালেন গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠার গল্প। চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ভারতে আসা, বাবার হাত ধরে দাবার জগতে প্রবেশ, জাতীয় চ্যাম্পিয়ন হওয়া, গ্র্যান্ডমাস্টার হওয়া, বিশ্বনাথন আনন্দের সঙ্গে সম্পর্ক, প্রতিকূলতা জয় করে দাবার জগতে নিজস্ব সাম্রাজ্য প্রতিষ্ঠার কথা উঠে এল এই পডকাস্টে। এল ভারতের দাবাবিশ্বে উত্তরণ আর আগামী সম্ভাবনার কথাও। রইল অভিভাবকদের জন্যে অতি জরুরি টিপস। শুনুন দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে অর্কর এই কথাবার্তা।
বাঙালির প্রথম গ্র্যান্ডমাস্টার| হয়ে ওঠা দিব্যেন্দু বড়ুয়া| Calcutta Dialogues| EP 6