বাংলাদেশে বিজয় দিবসের কুচকাওয়াজ (Bijoy Dibos Parade)কি বন্ধ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার (Interim Government)? চঞ্চল চৌধুরীকে (Chanchal Choudhury) গৃহবন্দি করে রাখার মিথ্যা খবর প্রচার করে কি মুখ পোড়াল ভারতীয় মিডিয়া? সংখ্যালঘুরা (Minority in Bangladesh) গত একশো দিন ধরে নির্যাতিত? জয় বাংলা (Joy Bangla) স্লোগান কি নিষিদ্ধ করবে ইউনুস সরকার ?এই প্রশ্নগুলি এখন সর্বত্রচর্চিত। বাংলাদেশ বিষয়ে গত কয়েকদিন ধরে চলা অপপ্রচার, গুজব, ঘৃণা তথা বিদ্বেষের বাস্তুতন্ত্র স্তম্ভিত করেছে বিশ্ববাসীকে। প্রাতিষ্ঠানিক মিডিয়া বেশিরভাগ ক্ষেত্রেই ফেক নিউজের কারখানা হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি রুখে দিতে, আসছে ডিকোড বাংলাদেশ( Decode Bangladesh) এর নতুন পর্ব । এই অনুষ্ঠানে সাংবাদিক অর্ক দেব এবং অর্ক ভাদুড়ি কথা বলছেন বাংলাদেশের আজ কাল পরশু (History of Bangladesh) নিয়ে। কথা বলছেন সাম্প্রতিক ঘটনাবলীর বিভ্রান্তিকর প্রচার নিয়ে। এই কথাবার্তায় উঠে এসেছে শেখ হাসিনার কীর্তিকলাপ ( Sekh Hasina),বিক্রম মিশ্রির বয়ান (Bikram Mishi),ভারত বাংলাদেশ পররাষ্ট্রনীতির প্রসঙ্গ(India-Bangladesh Relation)। উঠে এসেছে গোদি মিডিয়ার ভূমিকা (Godi Media)। এই উদ্যোগে শামিল হোন আপনিও। গুজব রুখে দিন, প্রিয়জনকে বাংলাদেশ বিষয়ে সঠিক তথ্য জানুন ও জানান।