জুলাই অভ্যুত্থানের (July Revolution) পর ফের উত্তপ্ত বাংলাদেশ(Bangladesh), ভাঙা হল ধানমন্ডি ৩২, পুড়িয়ে দেওয়া হল শেখ হাসিনার (Seikh Hasina)বাড়ি! অন্তর্বর্তী সরকার (Interim Government) কি নৈরাজ্য রুখতে ব্যর্থ? মোদীর (Narendra Modi) আমেরিকা(USA) সফরের আগে কেন হাসিনার বার্তা? বিশৃঙ্খলার পেছনে আসল কারণ কী? বাংলাদেশ কি সুস্থ নির্বাচন চায়, নাকি আরও অস্থিরতার দিকে যাচ্ছে? তারুণ্যের অভ্যুত্থান ভয়ের শৃঙ্খল ভেঙেছে, তবে প্রশাসনের অসহায়তাও উন্মোচিত হয়েছে! বাংলাদেশের গ্রাউন্ড জিরো থেকে অর্ক দেব তুলে এনেছেন অজানা সত্য।
এই পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি রুখে দিতে, শুরু হচ্ছে ডিকোড বাংলাদেশ ( Decode Bangladesh). এই অনুষ্ঠানে সাংবাদিক অর্ক দেব এবং অর্ক ভাদুড়ি কথা বলছেন বাংলাদেশের আজ কাল পরশু (History of Bangladesh) নিয়ে। কথা বলছেন সাম্প্রতিক ঘটনাবলীর বিভ্রান্তিকর প্রচার নিয়ে। বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি (bangladesh election)সহ উঠে এসেছে গোদি মিডিয়ার ভূমিকা (Godi Media)। এই উদ্যোগে শামিল হোন আপনিও। গুজব রুখে দিন, প্রিয়জনকে বাংলাদেশ বিষয়ে সঠিক তথ্য জানুন ও জানান।