বাংলার নটসূর্য গৌতম হালদার। মেঘনাদবধ হোক বা মিতালী, পূর্ব ও পশ্চিমের নাটক থেকে দু’হাতে মণিমুক্তো কুড়িয়ে বাঙালির সামনে মেলে ধরেছেন গৌতম। তাঁর কাছে ঋণী বাংলা ও বিশ্বময় ছড়িয়ে থাকা বাঙালি। গৌতমের চিন্তাবিশ্ব,প্রস্তুতি, শেখা, গ্রহণ, বর্জন, নাটকমুখর জীবন উঠে এসে অর্কর সঙ্গে তাঁর একান্ত আড্ডায়।
এই পডকাস্ট যাঁরা গৌতম হালদারের কাজের সঙ্গে পরিচিত, যারা অপরিচিত, যারা বাংলা নাটকের অনুরাগী, যারা থিয়েটারকে পেশা করতে চান- তাদের সবার।