Calcutta Dialouges-এ এবারের অতিথি জয় গোস্বামী। ১৯৭৩ সাল থেকে বিভিন্ন পত্রপত্রিকায় জয় গোস্বামীর কবিতা প্রকাশিত হচ্ছে। কবিতা প্রকাশের ৫০ বছরে’ নামক এক বিনামূল্যের পুস্তিকায় নিজের নতুন লেখা প্রকাশ না করার সিদ্ধান্তকে বিস্তারিত ভাবে জানিয়েছেন জয়। পুস্তিকাটি পড়লে বোঝা যায়, তাঁর এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে রয়েছে একটি শব্দ: আত্মপরীক্ষা। কী সেই আত্মপরীক্ষা? কী পেয়েছেন লেখাজগত থেকে, কী ভাবে প্রস্তুতি নিয়েছেন, কার থেকে কী শিখেছেন, ৫০ বছরের লেখাজীবন এই এপিসোডে ধরা রইল।
কেন লেখা ছাপা থেকে সরে আসা? অভিমান না সংকল্প? অর্কর মুখোমুখি জয় গোস্বামী | Calcutta Dialogues| EP 5