একটি নয়, দু’দুটি চিনেপাড়া কলকাতার বক্ষলগ্ন। সপ্তাহান্তে সেখানে আমরা যাই বটে কিন্তু কখনও ভেবে দেখেছেন, কলকাতার চায়নাটাউন কী ভাবে তৈরি হল? সেখানকার বাসিন্দারা আজ কেমন আছে? কেন আসতে আসতে চিনেপাড়ার আয়তন ছোট হতে শুরু করল? যে জায়গা একসময় ছিল জমজমাট, যে চিনা সংস্কৃতি ঔজ্জ্বল্য ছিল ছিল চোখে পড়ার মতো, আজ সেখানে কী পরিবর্তন এসেছে? কেমন ভাবে বাঁচে আজকের কলকাত্তাইয়া চিনেরা?
আবার অর্কর ঠেকে, অর্কর আড্ডার এই পর্বে, আলোকচিত্রী বিজয় চৌধুরী আমাদের নিয়ে যাবেন কলকাতার চায়নাটাউনের অলিগলিতে, যেখানে রোজ চিনে গল্প জন্মায়। কেমন আছে এখানকার চিনা পরিবারগুলো? কীভাবে ভাঙল চিনেপাড়া? তরুণ প্রজন্ম কীভাবে দেখছে তাদের ভবিষ্যৎ? চায়নাটাউনের ঐতিহ্য ও পরিবর্তনের গল্প, কলকাতার চিনেদের সংগ্রাম ও স্বপ্ন, হারিয়ে যাওয়া পেশা, চাইনিজ খাবার ও সংস্কৃতির বিবর্তন খুঁজতে ও বুঝতে শুনুন অর্কর আড্ডার দ্বিতীয় পর্ব।