সেলফ মেড বলতে যা বোঝায় তিনি তাই। নিজেকে নিজের মতো করে তৈরি করেছেন। ভেঙেছেন, গড়েছেন, তৈরি করেছেন নিজের সঙ্গীত সাম্রাজ্য। তিনি অনুপাম রায়। গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, যে নামেই ডাকো, সাফল্য তাঁকে অনুসরণ করেছে। ‘আমাকে আমার মত থাকতে দাও ‘ থেকে ‘অ্যানি হল ‘ গত দু’দশক গ্লেবাল বাঙালিকে সঙ্গীতের নতুন ভাষা দিয়েছেন অনুপম।
অনুপমের প্রস্তুতি, শেখা, যাবতীয় ওঠাপড়া, এককথায় গেটা গানজীবন উঠে এল অর্কর সঙ্গে তাঁর একান্ত আড্ডায়। যাঁরা অনুপমের গানে নিজেদের একাকিত্ব ভোলেন, যারা সঙ্গীতকে পেশা করতে চান, যারা শূন্যে শুরু করে বহুদূর যেতে চান তাদের সবার।