মায়াবিদ্যায় তাঁর প্রতিতুলনা তিনিই। পি. সি. সরকার তথা প্রদীপ কুমার সরকার ভারতীয় জাদুবিদ্যাকে বাবার হাত ধরেই পৌঁছে দিয়েছেন আন্তর্জাতিক স্তরে খ্যাতির শীর্ষে। তাঁর ইন্দ্রজালে দেশ-বিদেশের মানুষ মুগ্ধ। এই পডকাস্ট তাঁর অবিস্মরণীয় ঘটনাবহুল যাদুজীবনকে সেলিব্রেট করে।
অবিস্মরণীয় জাদুকর জীবন | হয়ে ওঠা পি. সি. সরকার | Calcutta Dialogues| EP 7