Activity

English Department of Uluberia College.

English Department of Uluberia College.

উলুবেড়িয়া কলেজের ইংরেজি বিভাগ। ১০০-র বেশি উজ্জ্বল ছাত্রছাত্রী। কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং মাস্টারক্লাস করল ওরা। ডিপডাইভ এফেক্টিভ কনেন্ট কী ভাবে বানাতে হয়, কী ভাবে ইনস্ক্রিপ্ট কাজ করে, এআই-কে কী ভাবে কাজে লাগাই আমরা, শিখল ওরা। চার ঘণ্টার ক্লাসে ওদের অংশগ্রহণ আর শেখার ইচ্ছে আমাকে অভিভূত করেছে। অভিভূত করেছে বিভাগীয় শিক্ষকদের সদিচ্ছা, আন্তরিকতা।

টাইমস অফ থিয়েটারে ছ’মাসের কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং ক্লাস শুরু হচ্ছে আগামী ৩ জুলাই থেকে। ওয়ার্ম আপটা হয়ে গেল।

Arka Deb

About Author

Arka Deb is presently the Editor-in-Chief at Inscript.me. In the past, Arka has worked as Senior Journalist at CNN Network 18, Asianet News and ABP Group