ব্ল্যাকলেটার্স প্রকাশিত সুদেষ্ণা বসুর নক্ষত্রকথা বইটিকে ঘিরে বিশ শতক কেন্দ্রিক আড্ডা বসেছিল উইসডম ট্রি ক্যাফেতে। আলোচনায় অংশ নিয়েছিলেন জাগরী বন্দ্যোপাধ্যায়, স্মিতা সিংহ, তপতী সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য-রা।
স্মিতা সিংহ এই আড্ডার সবচেয়ে প্রবীণ বক্তা, তিনি নিজেই এক আশ্চর্যময়ী। স্পষ্ট মনে করে বললেন রবীন্দ্রনাথ সংক্রান্ত স্মৃতিগুলির কথা। উঠে এল সত্যজিৎ রায়, তপন সিনহা, শ্যাম বেনেগালদের সঙ্গে কাজের কথা।
তপতী সেনগুপ্তর কথায় উঠে এল বিশ শতকের অকথিত মেয়েরা। কামিনী রায়, যামিনী সেনগুপ্তদের কথা।
একুশ শতকের কি কোনো স্থায়ী পছন্দ আছে? তাহলে সে নক্ষত্র প্রসব করবে কী করে? প্রশ্ন তুললেন জাগরী বন্দ্যোপাধ্যায়।
আর অনির্বাণ? অনির্বাণের ক্ষিপ্র বাক্যবন্ধ চ্যালেঞ্জ করে ‘কলকাতা’ ধারণাটিকেই। কলকাতার নেওয়ার প্রবণতাকে, ধার করা সংস্কৃতিকে, অপরায়ণের অভ্যেসকে।
অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন অভীক মজুমদার।
সব বলা কওয়া আমরা তুলে রেখেছি, দ্রুত সেগুলি আপনাদের সামনে তুলে ধরা হবে। অনুষ্ঠানটিতে তিলধারণের জায়গা ছিল না। দর্শক-শ্রোতাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।
যে বই ঘিরে এত কথা, এত বলাকাওয়া, এত চিন্তাভাবনার বিস্তার, সুদেষ্ণা বসুর নক্ষত্রকথা, পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটের সর্বত্র পাওয়া যাচ্ছে অনলাইনেও (লিঙ্ক কমেন্টে)
সারা দেশের যে কোনো প্রান্ত থেকে পোস্টে বইটি পেতে যোগাযোগ করুন ±918018412290 নম্বরে।











