Calcutta Dialogues এর চতুর্থ পর্বের অতিথি সত্যম রায়চৌধুরী ।পারিবারিক ব্যবসার ঐতিহ্য না থাকা সত্ত্বেও মধ্যবিত্ত জীবন থেকে পাঁচশো টাকা পুঁজি করে পথ চলা শুরু । চুঁচুড়াতে গ্যারেজের এক কম্পিউটার সেন্টার থেকে তৈরি করেছেন নিজের শিক্ষা সাম্রাজ্য , গড়েছেন ফ্যশন থেকে স্পোর্টস ইউনিভার্সিটি , শিক্ষার উন্নততিতে পরীক্ষা করেছেন ক্রমাগত, সফলতা ব্যর্থতা দুই মাথা পেতে নিয়েছেন, চালিয়েছেন সারস্বত সাধনাও। কী ভাবে ব্যবসার আইডিয়া তৈরি করা যায়? কত পুঁজি লাগবে? ব্যবসায় সাফল্যের চাবিকাঠি কী? বিত্তই কি ব্যবসায়ীর একমাত্র লক্ষ্য? শুনুন সত্যম রায়চৌধুরীর এ যাবৎ কালের দীর্ঘতম ইন্টারভিউ।
৫০০ টাকায় শুরু, কী ভাবে এতটা পথ পাড়ি? অর্কর মুখোমুখি সত্যম রায়চৌধুরী Calcutta Dialogues| EP 4