কেতাব-ই’র নন-ফিকশন প্রকল্পের অংশ হিসেবে আগামী ৫ জুলাই, শনিবার, সন্ধ্যা ৬টায় ইন্দুমতী সভাগৃহে আয়োজিত হতে চলেছে একটি আলোচনাসভা। উক্ত সভায় মূলত নন-ফিকশনের ক্রাফট নিয়ে আলোচনা করবেন লেখক শ্রী পরিমল ভট্টাচার্য, আন্তর্জাতিক প্রবণতার নিরিখে বাংলা নন-ফিকশনের বিষয়ভাবনা ও বিপণন নিয়ে আলোচনা করবেন প্রতিক্ষণ প্রকাশনার মুখ্য নির্বাহী সম্পাদক শ্রী শুদ্ধব্রত দেব, এবং বর্তমান সময়ে সত্য যখন অর্ধসত্য হয়ে উত্তরসত্যে উপনীত, এই যাত্রাপথ কীভাবে প্রভাবিত করছে নন-ফিকশনের জগৎকে তা নিয়ে আলোচনা করবেন inscript.me এবং ব্ল্যাকলেটার্স প্রকাশনার সম্পাদক শ্রী অর্ক দেব। এই আলোচনাসভায় সঞ্চালকের ভূমিকা পালন করবেন বোধশব্দ পত্রিকা এবং প্রকাশনার সম্পাদক শ্রী সুস্নাত চৌধুরী।
নন-ফিকশন নিয়ে যাঁদের আগ্রহ রয়েছে, তাঁরা ভাবনাচিন্তা এবং পাঠের নতুন দিশার সন্ধান পাবেন উক্ত আলোচনায়- একথা বললে অত্যুক্তি হবে না।
আপনাদের সবান্ধব আমন্ত্রণ রইলো।

