Ketab-e Non Fiction Presents

Ketab-e Non Fiction

কেতাব-ই’র নন-ফিকশন প্রকল্পের অংশ হিসেবে আগামী ৫ জুলাই, শনিবার, সন্ধ্যা ৬টায় ইন্দুমতী সভাগৃহে আয়োজিত হতে চলেছে একটি আলোচনাসভা। উক্ত সভায় মূলত নন-ফিকশনের ক্রাফট নিয়ে আলোচনা করবেন লেখক শ্রী পরিমল ভট্টাচার্য, আন্তর্জাতিক প্রবণতার নিরিখে বাংলা নন-ফিকশনের বিষয়ভাবনা ও বিপণন নিয়ে আলোচনা করবেন প্রতিক্ষণ প্রকাশনার মুখ‍্য নির্বাহী সম্পাদক শ্রী শুদ্ধব্রত দেব, এবং বর্তমান সময়ে সত‍্য যখন অর্ধসত‍্য হয়ে উত্তরসত‍্যে উপনীত, এই যাত্রাপথ কীভাবে প্রভাবিত করছে নন-ফিকশনের জগৎকে তা নিয়ে আলোচনা করবেন inscript.me এবং ব্ল‍্যাকলেটার্স প্রকাশনার সম্পাদক শ্রী অর্ক দেব। এই আলোচনাসভায় সঞ্চালকের ভূমিকা পালন করবেন বোধশব্দ পত্রিকা এবং প্রকাশনার সম্পাদক শ্রী সুস্নাত চৌধুরী।

নন-ফিকশন নিয়ে যাঁদের আগ্রহ রয়েছে, তাঁরা ভাবনাচিন্তা এবং পাঠের নতুন দিশার সন্ধান পাবেন উক্ত আলোচনায়- একথা বললে অত‍্যুক্তি হবে না।

আপনাদের সবান্ধব আমন্ত্রণ রইলো।

Arka Deb

About Author

You may also like

দাশু আমাদের দাদা
Non-Fiction Writing

দাশু আমাদের দাদা

আমরা যারা নাম না জানা গঞ্জ মফসসলের ভূত, স্ট্যাম্পমারা বাংলা মিডিয়াম, মাস্টারদের ভাষায়- ছোট থেকেই দাগী, তাদের বড় হওয়ার কোনো
মারাদোনা থেকে মেসি
Non-Fiction Writing

মারাদোনা থেকে মেসি

চোখ যতই উজ্জ্বল হোক, যতই থাকুক মুসকো গোঁফ, ঠেলায় না পড়লে বেড়াল কখনও বাঘ হয় না। হঠাৎ একদিন কেউ সমুদ্রের 

Arka Deb is presently the Editor-in-Chief at Inscript.me. In the past, Arka has worked as Senior Journalist at CNN Network 18, Asianet News and ABP Group