Description
ভারতে ক্রিকেট হল ধর্ম আর শচীন তেন্ডুলকর দেবতা। কথাটা সর্বজনগ্রাহ্য হয়ে গেছে দুই দশক হতে চলল। ঠিক যে দুই দশকে ভারতীয় রাজনীতির কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে ধর্ম, আর সবকিছুকে পিছনে ফেলে। এ কি নেহাত কাকতালীয় ব্যাপার? যদি কাকতালীয়ই হবে, তাহলে সিনিয়র খেলোয়াড় রবীন্দ্র জাদেজার জাতীয় ক্রিকেট দলের জার্সি পরা ছবি কেন শোভা পায় বিজেপির নির্বাচনী পোস্টারে? কেন সব সরকারি সিদ্ধান্তকে দলবদ্ধভাবে সমর্থন করে সোশাল মিডিয়া পোস্ট করেন বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা? কেন ‘নতুন ভারত’-এর আক্রমণাত্মক শরীরী ভাষার সঙ্গে মিল পাওয়া যায় বিরাট কোহলির দলের মাঠের ভিতরের আগ্রাসী হাঁটাচলার? এসব প্রশ্নেরই উত্তর সন্ধান করা হয়েছে এ বইয়ের পাতায় পাতায়।