Description
আঠারো-উনিশ শতকে ইউরোপীয় বণিক-শাসককূল যখন এই উপমহাদেশে আবাদ গড়ে তুলল, প্রকৃতির নিয়মেই এই মাটিতেই জন্ম নিল এক জনগোষ্ঠী। অ্যাংলো-ইন্ডিয়ান। সংবিধান অনুযায়ী যাদের পিতৃকূল ইউরোপীয় ও মাতৃকূল ভারতীয় বংশোদ্ভূত। তারা না পুরোপুরি ভারতীয়, না ভিনদেশী। অথবা দুটোই। কয়েক শতাব্দীর হাজারও ভাঙা-গড়ার ইতিহাস পেরিয়ে এখন কেমন আছে এই মানুষরা? পুরনো ব্যারাক পাড়ার গির্জায় জ্বলতে থাকা ম্লান মোমবাতির মতোই তাদের অস্তিত্বও কি এসে দাঁড়িয়েছে নানা সংকটের মুখে?