Description
আবোল তাবোল তথা সুকুমার রায়কে চুম্বক করে এই গ্রন্থটি লিখেছেন কবি অধ্যাপক অভীক মজুমদার। আবোল তাবোলের অনাবিল হাস্যরস, ব্যঙ্গ, বিদ্রুপের মধ্যে ঘুরতে ঘুরতে, আটটি নিবন্ধে অভীক মজুমদার আসলে খোঁজেন সুকুমারের অন্তর্ঘাত প্রবণতা। খোঁজেন উপনিবেশবাদের বিরুদ্ধে বিস্ফোরণ, অযুত পাঠ সম্ভাবনা।