আমাদের একটা ছকেবাঁধা নজরুল-পাঠরীতি রয়েছে। সেই পদ্ধতির মধ্যে দিয়ে যাত্রায় কাজী নজরুল ইসলামকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির ধারক হিসেবে চিনতে শিখি আমরা। তাছাড়া তার আরও কিছু ভূমিকা রয়েছে। মুসলিম সাহিত্যভুবনে তাঁর তাৎপর্যময় উপস্থিতি রেনেসাঁর আলোকবর্তিকা বঞ্চিত গোষ্ঠীকে চিন্তার পথে হ্যাঁচকা টানে অনেকখানি এগিয়ে দিয়েছে, এমনটাও বুঝে নেওয়া কঠিন নয়। কিন্তু যেমন রোজের রবীন্দ্রনাথ, যে ঘটনাপ্রবাহ পেরিয়ে...