Description
Product details
বাংলা কবিতার ক্ষণজন্মা লুব্ধক তুষার রায়। ষাটের দশকে সমসাময়িকদের প্রতিষ্ঠানিক কাব্যচলাচলের সম্পূর্ণ বিপ্রতীপে দাঁড়িয়ে সম্পূর্ণ নতুন কবিতা ভাষার জন্ম দিয়েছেন তিনি। কবিতা তাঁর শ্বাস প্রশ্বাসের মতো ছিল। ছড়ার ছন্দে বুলেটের আকস্মিক গতি জুড়ে দিতেন, তাতে বিদ্ধ হতে হয়েছে হামবড়া কবি, চালিয়াত গল্পকার, মিথ্যে ভণ্ড নেতা সকলকেই। তুষারের গদ্য ছিল ছেনি হাতুড়িতে খোদাই করা এক অতিবিরল নকশা। সাপ যেমন নিজের লেজ খায়, তুষার তেমনই আত্মধ্বংসের প্রস্তুতি নিয়েছেন সযত্নে। নেশার গলিখুঁজি ঘুরে পচিয়ে ফেলেছেন যকৃৎ-অস্ত্র। ভিটামিনের অভাবে চোখের মণি বেড়িয়ে এসেছে। তুষার নিজেই নিজের প্রতি অযত্ন করেছেন, সমকালও তাঁকে আন্তরিকতায় কাছে টেনে নেয়নি। তাই মৃত্যুর পর চল্লিশ বছর পরেও তাঁর অগ্রন্থিত বহু লেখার খোঁজ পাওয়া যাচ্ছে। এই খোঁজ কারো একার নয়। বাংলা কবিতাকে ভালবেসে আপনিও খুঁজুন এক নীল নৈরাজ্যবাদী কবির হারিয়ে যাওয়া অক্ষরমালা।