বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দলের উত্থান কি পরিবর্তনের বার্তা দিচ্ছে, নাকি আরও বিভক্তির ইঙ্গিত? দেশের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে—সংকটের গভীরে নাকি সমাধানের পথে?নতুন রাজনৈতিক দলের সম্ভাবনা ও চ্যালেঞ্জ,গণতন্ত্র ও নির্বাচনী রাজনীতিতে এর প্রভাব, সাধারণ জনগণের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ডিকোড বাংলাদেশের নতুন পর্ব। এই অনুষ্ঠানে সাংবাদিক অর্ক দেব এবং অর্ক ভাদুড়ি কথা বলছেন বাংলাদেশের আজ কাল পরশু (History of Bangladesh) নিয়ে। কথা বলছেন সাম্প্রতিক ঘটনাবলীর বিভ্রান্তিকর প্রচার নিয়ে। এই উদ্যোগে শামিল হোন আপনিও। গুজব রুখে দিন, প্রিয়জনকে বাংলাদেশ বিষয়ে সঠিক তথ্য জানুন ও জানান।