Podcast Video

বাংলাদেশ: ছ’মাস ধরে যেভাবে চলছে ইউনূস সরকার | Decode Bangladesh| Ep 6 |

বাংলাদেশ: ছ'মাস ধরে যেভাবে চলছে ইউনূস সরকার | Decode Bangladesh| Ep 6 |

বাংলাদেশে (Bangladesh) জুলাই অভ্যুত্থানের (July Revoulution) পর কেটেছে মাত্র ছয় মাস, তারমধ্যেই ফের উত্তপ্ত বাংলাদেশ। বেড়েছে হিংসা, জনতার ক্ষোভের আগুনের শিকার হয়েছে বঙ্গবন্ধুর (Sheikh Mujib) স্মৃতিধন্য ধানমন্ডি ৩২। এই তাণ্ডব রুখতে কতটা সফল অন্তর্বতী সরকার (Interim Governmaent) ? কী পরিস্থিতি দেশের অর্থনৈতিক অবস্থার (Economical Condition)? কেন মূল্যবৃদ্ধি (Pricehike) রুখে সকলের জন্য খাদ্য সুনিশ্চিত করতে পারছে না সরকার? জনগণকে কথা বলার সুযোগ দিলেও তৌহিদি জনতার নামে দায় চাপিয়ে সরকার কি নিজেদের ব্যর্থতা ঢেকে দেওয়ার চেষ্টা করছে? সরকার কি প্রশাসনের সর্বস্তরে বিআওয়ামীকরন করতে ব্যর্থ ? তাদের এই ব্যর্থতা কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার অভাব নাকি গ্রামীণস্তরে সরাসরি সরকারের যোগাযোগের অভাব?

এই সকল প্রশ্নের উত্তর দিতে,অন্তর্বতী সরকারের সাফল্য ব্যর্থতার খতিয়ান নিয়ে আলোচনার জন্য শুরু হচ্ছে ডিকোড বাংলাদেশ (Decode Bangladesh). এই অনুষ্ঠানে সাংবাদিক অর্ক দেব এবং অর্ক ভাদুড়ি কথা বলছেন বাংলাদেশের আজ কাল পরশু (History of Bangladesh) নিয়ে। কথা বলছেন সাম্প্রতিক ঘটনাবলীর বিভ্রান্তিকর প্রচার নিয়ে। বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি (bangladesh election)সহ উঠে এসেছে গোদি মিডিয়ার ভূমিকা (Godi Media)। এই উদ্যোগে শামিল হোন আপনিও। গুজব রুখে দিন, প্রিয়জনকে বাংলাদেশ বিষয়ে সঠিক তথ্য জানুন ও জানান।

Arka Deb

About Author

Arka Deb is presently the Editor-in-Chief at Inscript.me. In the past, Arka has worked as Senior Journalist at CNN Network 18, Asianet News and Anandabazar Patrika.