বাংলাদেশ বিষয়ে গত কয়েকদিন ধরে চলা অপপ্রচার, গুজব, ঘৃণা তথা বিদ্বেষের বাস্তুতন্ত্র স্তম্ভিত করেছে বিশ্ববাসীকে। প্রাতিষ্ঠানিক মিডিয়া বেশিরভাগ ক্ষেত্রেই ফেক নিউজের কারখানা হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি রুখে দিতে, আসছে ডিকোড বাংলাদেশ( Decode Bangladesh) এর নতুন পর্ব । এই অনুষ্ঠানে সাংবাদিক অর্ক দেব এবং অর্ক ভাদুড়ি কথা বলছেন বাংলাদেশের আজ কাল পরশু (History of Bangladesh) নিয়ে। কথা বলছেন সাম্প্রতিক ঘটনাবলীর বিভ্রান্তিকর প্রচার নিয়ে।
এই কথাবার্তায় উঠে এসেছে বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা ( border issue),বিক্রম মিশ্রির বয়ান (Bikram Mishi),ভারত বাংলাদেশ পররাষ্ট্রনীতির প্রসঙ্গ(India-Bangladesh Relation) যুদ্ধ পরিস্থিতির সত্যতা (war situation) বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি (bangladesh election)। উঠে এসেছে গোদি মিডিয়ার ভূমিকা (Godi Media)। এই উদ্যোগে শামিল হোন আপনিও। গুজব রুখে দিন, প্রিয়জনকে বাংলাদেশ বিষয়ে সঠিক তথ্য জানুন ও জানান।