শেখ হাসিনা (Sekh Hasina) ক্ষমতায় থাকলেই ভালো হতো? বাংলাদেশে সংখ্যালঘুরা (Minority in Bangladesh) গত একশো দিন ধরে নির্যাতিত? এই প্রশ্নগুলি এখন সর্বত্রচর্চিত। বাংলাদেশ বিষয়ে গত কয়েকদিন ধরে চলা অপপ্রচার, গুজব, ঘৃণা তথা বিদ্বেষের বাস্তুতন্ত্র স্তম্ভিত করেছে বিশ্ববাসীকে। প্রাতিষ্ঠানিক মিডিয়া বেশিরভাগ ক্ষেত্রেই ফেক নিউজের কারখানা হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি রুখে দিতে, শুরু হচ্ছে ডিকোড বাংলাদেশ ( Decode Bangladesh).
এই অনুষ্ঠানে সাংবাদিক অর্ক দেব এবং অর্ক ভাদুড়ি কথা বলছেন বাংলাদেশের আজ কাল পরশু (History of Bangladesh) নিয়ে। কথা বলছেন আওয়ামি লিগ জমানা নিয়ে। এই লম্বা কথাবার্তায় উঠে এসেছে শেখ হাসিনার কীর্তিকলাপ ( Sekh Hasina), আদানি উপনিবেশ তৈরির ছক (Adani Power project in bangladesh), পতাকা পোড়ানোর মত দুর্ভাগ্যজনক বিষয়।
উঠে এসেছে গোদি মিডিয়ার ভূমিকা (Godi Media)। দুই অর্ক চুলচেরা বিশ্লেষণ করেছেন ইউনূস জমানার প্রথম ১০০ দিন নিয়েও। এই উদ্যোগে শামিল হোন আপনিও। গুজব রুখে দিন, প্রিয়জনকে বাংলাদেশ বিষয়ে সঠিক তথ্য জানুন ও জানান।