একদিন যা ছিল ভয়ঙ্কর আতঙ্ক, আজ তা কি সত্যিই অতীত? নাকি ঘাতক পোলিও ভাইরাস (Polio virus) আবারও দরজায় কড়া নাড়ছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন ঘোষণা করেছে, “পোলিও নির্মূলের পথে (Polio eradication)”, তখনও কি আমরা নিঃশঙ্ক হতে পারি? বিশ্বের বিভিন্ন প্রান্তে আজও বিক্ষিপ্তভাবে পোলিওর অস্তিত্ব দেখা যাচ্ছে। আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশে এখনও ভাইরাসের উপস্থিতি রয়ে গেছে, এমনকি উন্নত দেশগুলিতেও সম্প্রতি নতুন কিছু কেস রিপোর্ট করা হয়েছে। বিজ্ঞানীরা চিন্তিত—বিশ্ববাসী কি আসলেই নিরাপদ?
পাকিস্তান আফগানিস্তানে টিকাদান কর্মসূচি নিয়ে উদাসীনতা, রাজনৈতিক এবং ধর্মীয় বিরোধিতা, নতুন ভাইরাস ভ্যারিয়েন্টের উদ্ভব—সব মিলিয়ে পোলিও কি আবার ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে? অজানা ছায়া আবার ঘনিয়ে আসছে (Polio in India)? জনস্বাস্থ্যের তৃণমূল স্তরে কাজ করার সেই অভিজ্ঞতা নিয়ে বেহালার একসময়ের বাসিন্দা বিশ্ববন্দিত স্বাস্থ্য গবেষক আনন্দশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবার অর্কর আড্ডায় ।
উঠে এল বিশ্বজোড়া পোলিও মুক্তির বাস্তব চিত্র, সাফল্য-ব্যর্থতার সাতকাহন। নতুন প্রজাতির ভাইরাস কি তৈরি করছে নতুন সংকট? টিকা বিরোধিতার কারণে কি আমরা আবার ভয়াবহ বিপদের সামনে?উন্নয়নশীল দেশের শিশুদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বুঝতে শুনুন অর্কর আড্ডার তৃতীয় পর্ব।