দেড় বছরেরও বেশি সময় ধরে অশান্ত মণিপুর। জাতিহিংসায় মৃত ২০০-রও বেশি। মেইতেই, কুকি দুই সম্প্রদায়ের প্রায় ৬০ হাজার মানুষ ঘরছাড়া। মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রী গৃহযুদ্ধ সামাল দিতে ব্যর্থ। জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। কেমন আছে মনিপুর? জনজাতির সংঘর্ষে প্রতিদিন নতুন করে শুরু হচ্ছে বেঁচে থাকার লড়াই।
রক্ত, অশ্রু আর দগদগে ক্ষত নিয়ে এগিয়ে চলা এক ইতিহাস হয়ে উঠেছে মনিপুর।অর্কর আড্ডার প্রথম পর্বে সাংবাদিক সুপর্ণা লাহিড়ী বড়ুয়া তুলে ধরছেন সেই না বলা সত্যি, মণিপুরের বর্তমান সহিংস পরিস্থিতির আসল কারণ,উঠে এসেছে রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে গভীর বিশ্লেষণ,সাধারণ মানুষের দুঃখ, ক্ষোভ ও টিকে থাকার লড়াইয়ের কাহিনি ,ভবিষ্যতের আশা। মনিপুরের আজ,কাল পরশুর অতি জরুরি বোঝাপড়াগুলিকে বুঝে নিতে দেখুন আবার অর্কর আড্ডার প্রথম পর্ব