Jokhon Jemon Bhabi
₹400.00
ভাবি আমরা সকলেই। কিন্তু একটি ভাবনার সঙ্গে দীর্ঘ সময় সহবাস আমাদের হয়ে ওঠে না। চিন্তাগ্রস্ত হয়ে পড়ার ভয় কাজ করে, অনভ্যাস আমাদের অন্য একটি চিন্তার দিকে নিয়ে যায়। হারিয়ে যায় আগের চিন্তাসূত্র। যখন যেমন ভাবি বইটিতে অর্ক সযত্নে গ্রন্থিত করেছেন নানা চিন্তাসূত্র। প্রতিটি লেখাই বহন করে একটি স্বতন্ত্র চিন্তাবীজ, লেখক ক্রমেই গহিনে প্রবেশ করেন। আমাদের দিনানুদিনের অনুভূতিমালা শোক, কান্না, ক্রোধ, অসহায়তা, বন্ধুত্বকে নিজের লেখার টেবিলে এনে ফেলেন অর্ক, খুঁজতে থাকেন এই শব্দগুলির অন্তরে নিহিত পরম সত্য। আসে ব্যক্তিগত স্মৃতির অনুষঙ্গ, ফেলে আসা কলোনির শৈশব, আসেন রবীন্দ্রনাথ। ভাবনা অক্ষরের আশ্রয় নিয়ে ঘুরে চলে কবিতায়, গানে, সিনেমায়। ক্রমাগত ‘আমি’ থেকে ‘আমরা’-র দিকে বাঁক নেয় এই গ্রন্থ। চলে যায় ইউক্রেন, প্যালেস্টাইনে, সরাসরি প্রশ্ন করে ক্ষমতাকে।