Podcast Video

শূন্য থেকে শুরু, কী ভাবে সাফল্যের চূড়ায়? অর্কর মুখোমুখি হর্ষ নেওটিয়া Calcutta Dialogues| EP 3

শূন্য থেকে শুরু, কী ভাবে সাফল্যের চূড়ায়? অর্কর মুখোমুখি হর্ষ নেওটিয়া

Calcutta Dialogues এর তৃতীয় পর্বের অতিথি হর্ষ নেওটিয়া। একশো বছরের বেশি কলকাতার বাসিন্দা তাঁর পরিবার। পারিবারিক ব্যবসার উন্নতির সুবিধেজনক রাস্তায় তিনি হাঁটেননি। তৈরি করেছেন নিজের প্রকরণ, পরীক্ষা করেছেন, সফলতা ব্যর্থতা দুই মাথা পেতে নিয়েছেন।

শুধু উচ্চবিত্ত নয়, ভেবেছেন নিম্নবিত্তের কথাও। কী ভাবে ব্যবসার আইডিয়া তৈরি করা যায়? কত পুঁজি লাগবে? রিয়েল এস্টেট ব্যবসায় সাফল্যের চাবিকাঠি কী? বিত্তই কি ব্যবসায়ীর একমাত্র লক্ষ্য? শুনুন হর্ষ নেওটিয়ার এ যাবৎ কালের দীর্ঘতম ইন্টারভিউ।

Arka Deb

About Author

Arka Deb is presently the Editor-in-Chief at Inscript.me. In the past, Arka has worked as Senior Journalist at CNN Network 18, Asianet News and ABP Group