দিনের আলোর শেষে টুকরোগুলি জানলার কোণ ঘেঁষে তেরচা হয়ে পড়ছে জেজির গালে। বাইরে থেকে কুসুম কুসুম আলো এলেও পাসাডেনা ডাউনটাউনের এই ল্যাবের অন্দরে পুরনো হিমঘরের মতো ঠান্ডা। মর্গের মতোই নৈঃশব্দের দাপট এখানে সারাক্ষণ। যে কোনো ছোটখাটো শব্দ জোরালো বিস্ফোরণের মতো শোনায় এখানে। ল্যাবের এক কোণে দাঁড়িয়ে আছে জেজি। মুখে ঝুলছে একটা নীরব চালিয়াতি হাসি। দেখলে...
হংকা হংকা

