‘ইন্দ্র বলিল, মড়া! আজকাল ভয়ানক কলেরা হচ্ছে কিনা! সবাই তো পোড়াতে পারে না… মুখে একটুখানি আগুন ছুঁইয়ে ফেলে রেখে যায়। শিয়াল কুকুরে খায় আর পচে।’দুপুর গড়িয়ে বিকেল ভেঙেছে দুয়ারে। চুম্বকের মতো জাপটে ধরে রেখেছিল ‘শ্রীকান্ত’-র এই হাড় হিম করা সেই আখ্যান। ছোটোদের বাগে পেলেই শুনিয়েছি— রঙ্কিনীদেবীর খড়্গ। মনের বীজতলা জুড়ে আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়...