ছুটির দিনে মায়ের সঙ্গে হাঁটতে বেরিয়েছি। হঠাৎ চোখ আটকে গেল গার্ডরেলে। দেখলাম সুইগির এক ডেলিভারি পার্টনার প্রাণপন চেষ্টা করছে ট্রাফিক গার্ডের দেওয়া গার্ডরেল (যেটা ডিভাইডারের কাজ করে) সরিয়ে একটু ফাঁকফোকর বের করতে। নিজের স্কুটিটা তিনি গার্ডরেল ঘেঁষেই দাঁড় করিয়ে রেখেছিলেন। মা তাড়া দিচ্ছে, কিন্তু আমার মনে তখন প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে, ফলে মাকে এগিয়ে...