সবচেয়ে ক্লিশে সত্যগুলির একটি হল, সংবাদপত্র সমাজের দর্পন। কথাটি বহু ব্যবহারে জীর্ণ হলেও মিথ্যে নয়। সমাজের ক্লিন্নতা, মোটা দাগের সংস্কার কাগজে তোলা হয় অবিরল। মিক্স অ্যান্ড ম্যাচ পদ্ধতিতে জ্যোতিষেরও প্রচার হয় আবার পরিযায়ী শ্রমিকের গ্লানির কথাও লেখা থাকে। ডিজিটাল যুগে মানুষের স্মৃতির ঘনত্ব এত কম যে একটি ঘটনার অভিঘাত আমাদের ঘিরে রাখে না। মুহূর্মুহূ ঘটনার...