গত সাতচল্লিশ দিন এই গ্রামের কোনো শিশুর কান্নার শব্দ দূর থেকে শোনা যায়নি। হঠাৎ রাতের অন্ধকার ভেদ করে মিলিটারি টর্চ অথবা আরও জোরালো কোনও জিপের হেডলাইট জ্বলে উঠতে দেখেনি কেউ।। এক ছটাক জমির জন্য ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি, ত্রাণের চালের জন্য হইচই শোনা যায়নি। শিশুদের স্কুল বন্ধ হয়েছিল অনেক আগেই, তবু স্কুল বাড়িগুলি দিনের বেলা গমগম...
ক্যাকটি

